Bengali Song – Listen And Download Mukherjee Dar Bou Movie MP3 Songs

0

Mukherjee Dar Bou is a 2019 Bengali drama film directed by Pritha Chakraborty. The film is based on a modern dysfunctional family revolving around complex situations. Check, below the list of Mukherjee Dar Bou MP3 songs download.

Also, check Mukherjee Dar Bou MP3 Songs.

Listen and Download Mukherjee Dar Bou Songs

Kobe Ashbe Song Lyrics

Kobe Ashbe Song Lyrics from Bengali Movie Mukherjee Dar Bou Movie. The music is composed by Indraadip Das Gupta And Kobe Asbe Pashe Bengali Song Lyrics written by Dipangshu Acharya.  The starring Rituparna Sengupta, Koneenica Banerjee, Anashua Majumdar, Biswanath Basu, Aparajita Adhya, and Badshah Moitra.

কবে আসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।

এই আলগা বুকের ভেতর
শুধু ঝরছে আদর, আদর
কে যে ডাকছে আমার কিনারায়
এভাবে ডেকোনা ইশারায় ।

দূরে আকাশ পরীর
জ্বরে পুড়লো শরীর ।
সে তো তারায় জাগে
তারও একা লাগে ।
মেঘে মেঘে অগোছালো ।

কবে আসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।

কাটে দিন বাঁধা গতে
সাহসী বারাত হাঁটে সারারাত
পথে পথে ।
হাসে চাঁদ চেনা ঠোঁটে ।
ছায়ার হরিণ, ভারী অমলিন
কেঁপে ওঠে ।

দূরে আকাশ পরীর
জ্বরে পুড়লো শরীর ।
সে তো তারায় জাগে
তারও একা লাগে ।
মেঘে মেঘে অগোছালো ।

কবে বসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।।

O Jibon Tomar Sathe Song Lyrics 

ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে,
ডানা মিলবো আকাশে।
দালানে সোনারকাঠি, এ মায়ার চড়ুইভাতি,
ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়,
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।

বরণের পেয়ালাতে চুমুক, দেবো আজ দুজনে,
খুঁজে নেবো মগেরমুলুক, সিলেবাসে যা নেই।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।

ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে।

Also, Read: Tamil movie Silence MP3 Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *