Bengali Song – Listen And Download Vinci Da Movie MP3 Songs

0

Vinci Da is a Bengali Movie and going to release on 12 April 2019. Also, the star casts are Rudranil Ghosh, Ritwick Chakraborty, Sohini Sarkar,  and Riddhi Sen in the movie. Check, below the list of Vinci Da MP3 songs download.

Also, check Vinci Da MP3 Songs.

Listen and Download Vinci Da Songs

1 Gas Balloon

Gas Balloon Song Is Sung by Anupam Roy from Vinci Da Bengali Movie. Music composed by And Bengali Song Lyrics written by Anupam Roy.  Check below to find the Gas Balloon MP3 song listen and download click here

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?
এখন স্টেশনে থামে না ঘুম রোজ
ভাবছি শুরু করবো কম্পোজ
কি করি ঠিক তুমি বলে দাও।

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

লোডশেডিং এ হাত পা ধুয়ে
ঝাল, নুন পেয়ারার গুঁড়ি ছুঁয়ে
ফিরবো কিনা তুমি বলে দাও।
ভাত এর ফ্যান উপচে পড়ুক
কোক এর ক্যান ঘামতে থাকুক
কোনটা আগে তুমি বলে দাও ?

আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।

যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।

গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?

2. Tomar Moner Bhetor

Tomar Moner Bhetor Song Is Sung by Noble Man from Vinci Da Bengali Movie. Music compose by And Tomar Moner Vetor Jai Bengali Song Lyrics written by Anupam Roy. Starring: Rudranil Ghosh, Ritwick Chakraborty And Sohini Sarkar.

তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন?

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম, অপার হয়ে।

তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।

Listen & Download Tomar Moner Bhetor MP3 Song.

3.Shanto Hou

Shanto Hou Song Is Sung by Anupam Roy from Vinci Da Bengali Movie. Music composed by Song Lyrics written by Anupam Roy. This Bangla Movie Directed by Srijit Mukherji. Music Mixing and Mastering by Shomi Chatterjee.

এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো,
এতদিনে জীবন তোমায় কি শেখালো।

ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

ধারালো রোদে, এসে দাঁড়ালে
এখানে শুধু নীরবতা।
তোমার পরিচয়, হাওয়ায় ওড়ালে
নিজেকে হারিয়ে ফেলোনা।

তোমার এপিটাফ লিখেছে যারা
তারা পুরোটা জানে না।
যখন আকাশে, পেয়েছো সাড়া
ধৈর্য্য হারিয়ে ফেলো না, ফেলো না..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

এতো ছটফট করছো কেনো ?
আমার দিকে তাকাও।
কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?
ঘাসের সবুজ ছিটকে আসছে,
ভেজা মাটির গন্ধ টানছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..
শান্ত হও, শান্ত হও, শান্ত হও,
শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *